মোঃ মনিরুজ্জামান
অতিরিক্ত সচিব (প্রশাসন, পরিচিতি নং-৫৭৬২)
চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মনিরুজ্জামান গত ১৩ এপ্রিল ২০২৩ বিএসইসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিএসইসিতে যোগদানের পূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ০৪ আগষ্ট ২০২০ হতে ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার সদর উপজেলার ভাটারা ইউনিয়নের সাপলেনজা গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ মোজাফ্ফর হোসেন এবং মাতা রেজিয়া বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর এবং এমবিএ (মেজর ইন ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রশাসন ক্যাডারে তার চলমান ৩০ বছরের (১৯৯৩-২০২৩) কর্মজীবনে ২২ বছর নীতি নির্ধারণী এবং ০৮ বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
নীতি নির্ধারণী পর্যায়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্বে তিনি অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দায়িত্ব পালন করেন। উপসচিব হিসেবে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগে অতিরিক্ত পরিচালক (উপসচিব), বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। সিনিঃ সহকারী সচিব হিসেবে তিনি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে অতিঃ জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নীলফামারী জেলায়, ইউএনও হিসেবে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বান্দরবন জেলার লামা উপজেলা, চাঁদপুর জেলার মতলব উপজেলায় এবং সহকারী কমিশনার/সিনিঃসহকারী কমিশনার হিসেবে বি.বাড়িয়া, বান্দরবন এবং রংপুর জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি দেশে বিদেশে উল্লেখ যোগ্য সংখ্যক প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তম্মধ্যে দেশে বিপিএটিসি, বিএমএ, বিসিএস প্রশাসন একাডেমি, এনএপিডি, ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র হতে এবং দেশের বাইরে সুইডেন, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন ও ভারত হতে প্রশিক্ষন গ্রহণ করেন। দেশের বাইরে অংশগ্রহণ কারী সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের মধ্যে সৌদিআরব, শ্রীলংকা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইংল্যান্ড, থাইল্যান্ড এবং মিশরের নাম উল্লেখ যোগ্য।